16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ঢাকায় ২৯টি সহ দেশের ৩৬১ থানার কার্যক্রম শুরু

তিন দিন বন্ধ থাকার পর রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, দেশের ৬৩৯ থানার মধ্যে এখন পর্যন্ত ৩৬১টি থানায় পুলিশের কার্যক্রম চলছে। থানাগুলোর নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাসদস্য।

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরে সাধারণ মানুষের রোষানলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা।

জীবন বাঁচাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা কর্ম বিরতিতে চলে যান। তবে পরিস্থিতি স্বাভাবিক হবার পর, রাজধানীর বিভিন্ন থানায় ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা।

গত কয়েকদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি থাকায় উৎকন্ঠা আর নিরাপত্ত্বাহীনতায় ছিলেন নগরবাসী। ইতিমধ্যে বেশকিছু থানায় কার্যক্রম শুরু হওয়াতে ফিরেছে স্বস্তি।  

ডিএমপির ৫০ থানার মধ্যে ২৯ থানায় কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। বাকি ২১ কার্যক্রম এখনো শুরু করা যায়নি। ক্ষতিগ্রস্ত এসব থানায় বসার মতো অবস্থা নেই, তবে এসব থানায়ও যোগদান শুরু করেছেন পুলিশ সদস্যরা।

থানাগুলো পুর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা । দুস্কৃতিকারীদের আক্রমনে বিধ্বস্ত স্থাপনা পরিদর্শন করছেন সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন