বগুড়ায় আদালত থেকে পালিয়ে গেছেন জোড়া খুন ও ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলাম (৪০)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলামের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি উপজেলার জিয়ানগর এলাকায় শ্বশুর ও ছেলের বউকে গলা কেটে হত্যা ও ডাকাতির ঘটনায় প্রধান আসামি।
আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রফিকুল ইসলামকে জেলখানা থেকে আদালতে হাজিরা দিতে আনা হয়। হাজিরা শেষে তাকে জেলখানায় ফেরত নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আদালতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এ সময় বিকেল সাড়ে ৪টার দিকে হাজতখানা থেকে আসামিকে বের করার সময় ভিড়ের সুযোগে রফিকুল ইসলাম পালিয়ে যান।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া রফিকুল ইসলামকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

