১৪/০১/২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নালায় ভাসছিল নিখোঁজ কৃষকের মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ীতে আব্দুল গোফ্ফার সরদার (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুৃলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিয়ানদহ ভেগীর ব্রীজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল গোফ্ফার একই উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মৃত কপিল উদ্দিন সরদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আব্দুল গোফ্ফার। পরে গভীর রাত পযন্ত পরিবারের লোকজন তাকে খুজঁতে থাকে। খোঁজার এক পর্যায়ে আজ সকালে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রীজ এলাকায় নালার পানির ওপরে কচুরিপানার নিচে আব্দুল গোফ্ফারের লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শাহাদত হোসেন বলেন, পানি ওপর থেকে বিবস্ত্র ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে র্মগে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: গাইবান্ধা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন