সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বন্ধ থাকার পর কার্যক্রম শুরু হয়েছে দেশের স্থলবন্দর গুলিতে। তবে স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে এসব বন্দরের কর্তৃপক্ষ। আর ক্ষতির কথা জানালেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল থেকে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়। স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে।
তবে বন্দর চালু হলেও কমেছে আমদান-রপ্তানির পরিমাণ। শিগগির বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বন্দর দিয়ে রপ্তানি আমপদানি চালু হয়েছে। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড আনলোড চলছে। অনেকে পণ্য খালাস করে সরবরাহ করছেন।
এদিকে দিনাজপুরের হিলি বন্দর দিয়েও পুরোদমে আমাদিন –রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই এ বন্দরে দুই দেশ থেকে অনেক মালাবাহী গাড়ী আসা যাওয়া করে। চলছে পণ্য খালাসের কাজও।