নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর গণি মিয়া (৩০) নামে এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গণি মিয়া ঘোড়াশাল আঁটিয়াগাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। সে গত তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিল।
নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় গণি মিয়া। পরে তার কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সরাপর্ন হয়। এদিকে সকালে ঘোড়াশাল টানস্টেশনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর শুনে পরিবারের লোকজন ছুটে এসে গণিমিয়ার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহটি দেখতে পায়। নিহত পরিবারের অভিযোগ তাকে কেও হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখেছে।
এদিকে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ের পুলিশের উপ-পরিদর্শক নাজিমুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্তের পর হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
পড়ুন: নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
এস/


