তথ্যপ্রযুক্তির জ্ঞান বিকাশের লক্ষ্যে পাওয়ার আইটি অর্গানাইজেশনের উদ্যোগে ময়মনসিংহের তারাকান্দা ৭টি কেন্দ্রে আইটি কুইজ প্রতিযোগিতার ২০২৫ ফাইনাল পরীক্ষা শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান খোরশিদুল আলম মুজিব, মহাব্যবস্থাপক জিম্মানুল আনোয়ার, ব্যবস্থাপক আরিফুল ইসলাম, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম , বাটা ভাট্পাড়া সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন,পাওয়ার আইটি অর্গানািজেসনের উপদেষ্টা আনিছুর রহমান।
পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যান খোরশিদুল আলম মজিব বলেন তথ্য প্রযুক্তির জ্ঞান বিকাশের লক্ষে শিক্ষার্থীদের মেধা বিকশিত করার মাধ্যমে তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের এ আয়োজন।
পরীক্ষা কেন্দ্রগুলো বাটা ভাটপাড়া সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়,তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়,বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয়
হাজী হেলাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কাশীগঞ্জ বাজার বাটটা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয় সাকসেস মর্ডান স্কুল কাশীগঞ্জ উত্তর বাজার। ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করেন
পড়ুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়
দেখুন: নিজেরাই ঝুঁকিতে, কিভাবে নিশ্চিত করবেন অন্যের নিরাপত্তা? |
ইম/


