১৪/০১/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া এলাকার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
স্থানীয় যুবকদের উদ্যোগে ও মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসময় নৌকাবাইচ দেখতে ঘাঘটের দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমান।
আয়োজকরা জানান, ১৯৮৭ সাল থেকে প্রতিবছরই এই স্থানে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। এবছর এ প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নিয়েছে। এতে প্রথম বিজয়ীকে ১০০ সিসি একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি পুরস্কার দেয়া হবে।
নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি মো. ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাছুম হক্কানী, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম, ইউপি সদস্য মো. সৈয়দ আলী, নাট্যজন ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, আমিনুল ইসলাম লিটন, মো. এনামুল হক, হায়দার আলী, মো. সেলিম প্রামাণিক, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্যোক্তাদের অন্যতম আল আমিন ও স্বপন প্রামানিক।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১

দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন