জয়পুরহাটের কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করার মামলার আসামি ফরহাদ হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-৭ এর সদস্যরা। রোববার দুপুর ১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার দুপুর ১টার পর চট্টগ্রামের মিরসরাই বেপজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আসামি ফরহাদ হোসেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। চলতি বছরের ২৭ জুলাই জেলার ক্ষেতলালের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারকে জানায় ছাত্রী। এরপর আসামি ফরহাদকে বিয়ের জন্য চাপ দিলে নানা রকম টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে আসামির প্রতারণা বুঝতে পেরে তার বাড়ীতে ওই ছাত্রী বিয়ের দাবিতে অনশন করেন। এসময় আসামিরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে ছিলা, নিলা, ফুলা জখম করে বাড়ি থেকে বের করে দেয়। ঘটনার খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ছাত্রীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামি ফরহাদকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১
দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ
ইম/


