রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে তাকে। গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি জানায় আইএসপিআর।
ফোনে আড়ি পাতা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসির মহাপরিচালক ছিলেন জিয়াউল। গুম-খুনে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তারের দাবি জানায় গুম হওয়ার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক।