21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

কাজ শেষ হওয়ার আগেই রাস্তায় ধস, দুর্নীতির অভিযোগ

মানিকগঞ্জের শিবালয়ে কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তা ধসে গেছে কাজ শেষ হওয়ার আগেই। স্থানীয়দের অভিযোগ, গত সরকারের আমলে প্রকল্পের নামে লুটপাট ও ব্যাপক অনিয়ম হয়েছে তাই এমন পরিস্থিতি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে শুরু হয়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার, উথলী ইউনিয়নের ১ হাজার মিটার রাস্তার ইট সলিংয়ের কাজ। গ্রামীণ রাস্তা টেকসই করণের লক্ষ্যে এই প্রকল্পের নামে বরাদ্দ হয় কোটি টাকার বাজেট।   

চলতি বছরের এপ্রিলে শুরু হয় রাস্তার কাজ। দায়িত্ব পায় মেসার্স সামি এন্টারপ্রাইজ। কাজও শুরু হয়। কিন্তু শেষ হওয়ার আগেই ধস দেখা দিয়েছে রাস্তায়। ইট বালু সরে গিয়ে ধসে পড়েছে কালভার্ট।

রাস্তার কাজের এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ, ডামি নির্বাচনে এমপি হয়ে প্রকল্পের নামে হরিলুট চালায় স্থানীয় এমপি ও তার দোসররা।

এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান সামি এন্টারপ্রাইজ। আর স্থানীয় ইউপি সদস্য বললেন, প্রকল্পের বিষয়ে কিছুই জানেন না তিনি।

চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ উঠলেও তা অস্বিকার করেন তিনি।

তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান ইউএনও।   

অনিয়মে দায়িদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন