জামালপুরের ইসলামপুর উপজেলায় ৭০টি দুস্থ পরিবারের মাঝে নিরাপদ পানির উৎস নিশ্চিত করতে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। তিনি বলেন, “দোস্ত এইড শুধু একটি এনজিও নয়, এটি একটি মানবিক সহায়তার মডেল। তারা শুধু পানি সরবরাহ নয়, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে উঠছে।”
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও জানানো হয়, প্রতিটি টিউবওয়েলের সঙ্গে একটি টেকসই কংক্রিট প্ল্যাটফর্মও নির্মাণ করে দেওয়া হবে, যাতে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী হয়।
তিনি বলেন, “আমরা শুধু পানিই দিচ্ছি না, টেকসই ব্যবস্থাও নিশ্চিত করছি। পাশাপাশি বন্যার্তদের ত্রাণ, শিক্ষার্থীদের উপকরণ, সেলাই মেশিন ও রিকশা প্রদান কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলামে, কর্মকর্তা সাজ্জাদ হোসেন সাদ্দাম, শেখ সাদি প্রমুখ।
উপকারভোগীরা জানান, “এলাকায় বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। এখন নিরাপদ পানি সহজেই পাওয়া যাবে। এ সহায়তা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন: অটোরিকশায় নতুন দিগন্ত: জামালপুরে দোস্ত এইডের সহায়তায় ২০ পরিবার স্বাবলম্বী
এস/


