১৫/০১/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন : জেলা প্রশাসক

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ সময় তিনি আরো বলেন,”যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনবার্সন করার উদ্যোগ নেয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।

ডিসি আরো বলেন,” অবরোধকারীদের সাথে আমাদের একটা বৈঠক হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা এড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হয়। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।

বিজ্ঞাপন



এ সময় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো জারী অব্যাহত রয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। শহরে বিভিন্ন পয়েন্ট গুলোতে চেকপোষ্ট বসিয়ে তারা সন্দেহভাজনজন হলে জিজ্ঞাসাবাদ করছে।

পৌর শহরের ভিতরে কিছু ব্যাটারী চালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসার পর্যটকরা রয়েছে বেশি দুর্ভোগ। দূরপাল্লার যানবাহন গুলো এখান থেকে না ছাড়ার কারণে তাদের ভোগান্তির শিকার হচ্ছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।

পড়ুন: খাগড়াছড়িতে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন