বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “আমাদের হাজার বছরের কৃষ্টি, কালচার ও সংস্কৃতি রয়েছে। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিতে বিএনপি বিশ্বাস করে।”। দূর্গা পূজার দশমীতে তিনি নরসিংদীতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে মাধবদীর শ্রীশ্রী গৌর নিতাই আকড়া ধাম পূজা মণ্ডপে এসব কথা বলেন।
মণ্ডপ পরিদর্শনে বি. জি. রশিদ নওশের, মাধবদী শহর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযুগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পূজা কমিটির সভাপতি প্রণব কুমার সাহা, সাধারণ সম্পাদক দিগন্ত দাস, পূজা উদযাপন পরিষদ মাধবদী থানা কমিটির সভাপতি গোবিন্দ সূত্রধর, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সভাপতি অপু সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা কিন্তু কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম বা কে খ্রিস্টান, সেটা কোনো বিষয় নয়, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি আজ পর্যন্ত কোনো দিন সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর কথা বলেনি। আমাদের সবার নাগরিক অধিকার একই, সে অধিকারে কোনো বৈষম্য করা যাবে না।”
পড়ুন : নরসিংদীতে প্রাইভেট হাসপাতাল গুলো বন্ধ করে দেওয়ার হুশিয়ারী


