ছয় দফা দাবিতে জামালপুরে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
রবিবার (৫ অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মবিরতি চলাকালে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা,বেতন বৈষম্য নিরসন,পদোন্নতির ব্যবস্থা,ঝুঁকি ভাতা প্রদান,পর্যাপ্ত লোকবল নিয়োগসহ চাকরি জাতীয়করণ।
কর্মবিরতিতে এসোসিয়েশনের নেতারা বলেন “স্বাস্থ্য সহকারীরা মাঠপর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছি । আমরা বারবার দাবি জানালেও তা বাস্তবায়ন হওয়াতে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।” সংগঠনের নেতারা আরও বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবায়নযোগ্য। সরকার যদি দ্রুত সমাধানের উদ্যোগ না নেয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
পড়ুন: খুলনায় পিতা হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার
দেখুন: জাতিসংঘকে এক হাতে নিলেন ট্রাম্প! |
ইম/


