যশোর বেনাপোল মহা সড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে একটি সোহাগ পরিবহন তল্লাশীর সময মোঃ অপু নামে ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে সকল শ্রমিক এক হয়ে মহা সড়ক অবরোধ করে দিয়েছে।রবিবার সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে।
ড্রাইভার অপু জানান,বেনাপোল কাউন্টার থেকে গাড়িটি ঢাকা উদ্দেশ্যে রওনা হওয়ার পর যশোর বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে গাড়ি তল্লাশীর সময় বিজিবি এক জোয়ার তাকে মারধর করে। ঘটনাটি জানাজানি পর শ্রমিকরা এসে রাস্তায় গাড়ি আড় করে দেন।আমি ঐ বিজিবির শান্তি চাই।
ঘটনার স্থানে থাকা সুবেদার মাহবুব জানান ড্রাইভার কে মারধর করা খুব দুঃখ জনক।বিষয়টি থানায বসে আমরা মিটানো ব্যবস্থা করা হচ্ছে।
বিজ্ঞাপন
পড়ুন: খুলনায় পিতা হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার
দেখুন: জাতিসংঘকে এক হাতে নিলেন ট্রাম্প! |
ইম/


