‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার, বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, নিয়ে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা সম্মনিত কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।
জেলা প্রশাসনের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
মোছাঃ নিগার সুলতানা, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম,মাদারীপুর সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ মোঃ জামান মিয়া,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহন মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মুহাম্মদ এমারত হোসেন,মাদারীপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দরা।
মাদারীপুর সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান বলেন,শিক্ষকদের
দায়িত্ব বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু সম্মান ও সুবিধা সেই অনুপাতে বাড়ছে না।
শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক কেমন হওয়া উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের খুবই সুন্দর ও স্বচ্ছ সম্পর্ক থাকবে। যেখানে উভয় পক্ষের নৈতিকতাবোধও থাকবে। তবে দিন দিন শিক্ষার্থীদের আচরণ যেভাবে পরিবর্তন হচ্ছে সেটা শিক্ষকদের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের বিপথে যাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ালেই তাদের রোষানলে পড়তে হচ্ছে শিক্ষকদের।
শিক্ষকদের সম্মানে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেসকো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
পড়ুন: দল হিসেবে আ.লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু হবে
দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন |
ইম/


