১৫/০১/২০২৬, ১৩:১৩ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৩:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু‎‎

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

‎রবিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল আজিজ উপজেলরা হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামে মকবুল হোসেনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের ধানের জমিতে কাজ করছিলেন। হঠাৎ আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হলে তিনি জমিতেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


‎এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন‎

দেখুন: জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাহার করে বের হয়ে গেলেন অনেকেই |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন