১৪/০১/২০২৬, ১৯:১৬ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৯:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। এ দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অংশ জড়িত। তাই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস করার সুযোগ নেই। যারা দেশের ভেতরে অবস্থান করে বা বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আর. পি. কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনও বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। যেই মার্কাগুলো মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশন যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন হিসাবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যে নির্বাচন কমিশন একটা দলকে একটা মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে বলেও প্রশ্ন রাখেন তিনি।

সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়ক জার্জিস কাদির বাবুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোর থেকে শুরু হওয়া বিভাগীয় সমন্বয় সভা বিকেলে রাজশাহীতে এবং আগামীকাল সকালে নওগাঁ ও বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে ওসির বিরুদ্ধে মামলা এন্ট্রির বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন