ফরিদপুরের সালথা উপজেলায় সিঁধকেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক রিপন মোল্যা ওই গ্রামের আক্তার মোল্যার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার গভীর রাতে (রাত ৩টার দিকে) সিঁধকেটে এক গৃহবধূর ঘরে প্রবেশ করে রিপন মোল্যা।
পরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালানোর চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে এলাকাবাসী রিপনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, “পেটের তাগিদে শ্রমিকের কাজ করতে আমি গত ৮ দিন ধরে অন্য এলাকায় ছিলাম। স্ত্রী ও দুই সন্তান বাড়িতে ছিল। রাতে রিপন মোল্যা সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে ধর্ষণ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
আটক রিপন মোল্যা স্বীকার করে বলেন, “আমি যৌন উত্তেজক ওষুধ খেয়ে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলাম। পরে নিজেকে সামলাতে না পেরে এ ঘটনা ঘটেছে।” স্থানীয়দের অভিযোগ, রিপন নিয়মিত ইয়াবা সেবন করে এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, “সিঁধকেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।”
পড়ুন : কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


