24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ব্যাংকে ভর করে শেয়ারবাজারে সূচক বাড়লেও উভয় সংকটে বিনিয়োগকারীরা

আজ ২২ আগস্ট সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। ব্যাংক শেয়ারের ওপর ভর করে এদিন ৯২ পয়েন্ট সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর। এদিকে যেসব কোম্পানির শেয়ার দর টানা কমছে সেগুলো নিয়ে উভয় সংকটে রয়েছেন বিনিয়োগকারীরা। ধরে রাখবেন নাকি বিক্রি করবেন সে ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। অনেকে শেয়ার বিক্রির আদেশ দিলেও ক্রেতা না পাওয়ায় বাধ্য হয়েই প্রতিনিয়ত লোকসান গুণে যাচ্ছেন।

তবে গেল কয়েকদিন ধরে এক শ্রেণীর বড় বিনিয়োগকারী মার্কেটকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিষয়টি বুঝতে পেরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ ১১ বেনেফিশিয়ারি অ্যাকাউন্ট (বিও) জব্দের নির্দেশ দিয়েছে। এর মধ্যে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, তার ছেলে জুবায়ের শারার ইসলাম, মো: ছায়েদুর রহমান, মনিজা চৌধুরী, ফেরদোসি বেগম, মো: আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, কনিকা আফরোজ, সাজিদ মাতবর এবং জাবেদ এ মতিনের বিও হিসাব ফ্রিজ (জব্দ) করার জন্য সিডিবিএলকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তাদের বিও হিসাব জব্দের নির্দেশনা আসার পরই দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান দেখা গেছে।

আজ ২২ আগষ্ট ব্যাংক খাতের প্রায় সবগুলোর শেয়ার দরই বৃদ্ধি পেয়েছে। যার ওপর ভর করে দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৬ শতাংশ বা ৯২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯৯.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৯.০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯০.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, কমেছে ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৯৭১টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৭৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৯ শতাংশ বা ১০৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ৬০৬.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৮.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ২০১.৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছিল ২ হাজার ৪৭.৬২ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১ টির, কমে ৩৭১ টির এবং অপরিবর্তিত রয় ১২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২.৭৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৮৫ লাখ ২৯ হাজার ২০৪টি শেয়ার ৮৬ হাজার ৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩৬ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪১ কোটি ৭১ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১.০৮ শতাংশ বা ১৭৫.৫৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১৬৩৭৮ পয়েন্টে। দিনশেষে লেনদেন হওয়া ১৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বৃদ্ধি পায় ৭০টি, কমে ১১৩টির এবং অপরিবর্তিত রয় ১২টির শেয়ার দর। সারাদিনে স্টক এক্সচেঞ্জটিতে ১৩ কোটি ২২ লাখ ৩ হাজার ৯৬৪ টাকা লেনদেন হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন