বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন, অপপ্রচারে সম্পৃক্ততা এবং দলীয় বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’-এর প্রতিষ্ঠাতা মো. শওকত হাসান মিঞা।
২০১৫ সালে তিনি নিজেকে “নতুন ধারার রাজনীতির” প্রবক্তা হিসেবে তুলে ধরে ‘বাংলাদেশ জাতীয় বঙ্গলীগ’ নামের একটি রাজনৈতিক দল গঠন করেন। দলটির লক্ষ্য হিসেবে তখন তুলে ধরা হয়—দারিদ্র্য বিমোচনে সহায়ক হওয়া এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমর্থন দেওয়া। তবে দলটি গঠনের পর থেকে দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মসূচি বা জনসম্পৃক্ত কার্যক্রম লক্ষ করা যায়নি।
শওকত হাসান মিঞা দীর্ঘ সময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলয়ে অবস্থান করলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে জামালপুর-২, ইসলামপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরছেন। তবে তার এই অবস্থান ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পড়ুন : জামালপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি পালিত


