নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগাস্ট) সকালে উপজেলার শ্রীনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো শ্রীনগরের সায়দাবাদ ও বালুচর বাসিন্দাদের মধ্যে। এরই জেরে বুধবার মধ্যরাতে টেটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সকালে শুরু হয় গোলাগুলি। এক পর্যায়ে উভয় পক্ষের চারজন নিহত হন। আহত হন শতাধিক। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।