16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টার দিতে চান ইরফান সাজ্জাদ

ভয়াবহ বন্যায় আটকা পড়েছে দেশের ৯টি জেলার সাধারণ মানুষ। এর মধ্যে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ফেনী। এই জেলার ৩টি উপজেলার সঙ্গে ইতোমধ্যেই সকল ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে উদ্ধার কাজও ব্যহত হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিতে তীব্র স্রোতের কারণে বন্যাকবলিত অঞ্চলে নৌকা কিংবা স্পিডবোট দিয়ে উদ্ধার কাজও করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় হেলিকপ্টার দিয়ে ভুক্তভোগীদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে কথা বলছেন শোবিজ তারকারাও।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লেখেন, দক্ষ কোনো রেসকিউ টিম আছে, যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।

তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে অনেকেই সাধুবাদ জানিয়েছেন তাকে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন