সব দিক বিবেচনায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয়াকে সমর্থণ করেন সাবেক অধিনায়ক পাইলট। তার মতে সাম্ভব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এতে এড়ানো যাবে ।
অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশ। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টটি বাংলাদেশে সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে কি না, তা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয় আইসিসি।
নিরাপত্তা ইস্যুতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে স্কটল্যান্ডের নামও।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে বিশ্বকাপ না হওয়াটাকে ভালো সিদ্ধান্ত বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
বাংলাদেশে বিশ্বকাপ হলেও সম্ভবনা থাকতো অনাকাঙ্খিত ঘটনা ঘটার। তখন পাকিস্তানের মত ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা থাকতো বলেও জানান পাইলট।
ঘরের মাঠে বিশ্বকাপ না হওয়ায় মন খারাপ ক্রিকেটারদের। তবে নারীদের প্রস্তুতির ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন বিসিবির নারী বিভাগের পরিচালক হাবিবুল বাশার।
১০ দলের এই টুর্নামেন্ট ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাতে।