আবারও উর্ধ্বমুখী মরিচের দাম। দাম বেড়েছে ডিম ও মুরগীরও। অন্যান্য সবজি কিছুটা স্থিতিশীল থাকলেও, বেগুনের দাম অস্বাভাবিক বেশি। বিক্রেতাদের আশঙ্কা, দুএকদিনের মধ্যে বাজারে বন্যার প্রভাব পড়তে শুরু করলে বাড়বে বেশিরভাগ সবজির দাম। ক্রেতারা বলছেন, বাজারের অব্যবস্থাপনা রয়েই গেছে। সিন্ডিকেট ভাঙতে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ চান তারা।
সোশ্যাল মিডিয়ায় নিত্যপণ্যের একধরণের দাম নির্ধারণ করে পোষ্ট দিচ্ছেন অনেকেই। তবে রাজধানীর বাজারগুলো গিয়ে দেখা যায় উল্টো চিত্র। দামের এই ফারাক হতাশা বাড়িয়েছে ক্রেতাদের।
বাজারে আলু, পেঁয়াজের দাম গত সপ্তাহের মতোই। তবে গতকালের চেয়ে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে কাঁচা মরিচের। টমেটোর দাম এখনও নাগালের বাইরে। অন্যান্য বেশির ভাগ সবজির দাম একশ টাকার নিচে হলেও, ৫০টাকার নিচে নেই কোনো সবজির দাম। বাজারে মুরগী ও ডিমের দামও বেড়েছে।
আগের মতোই দাম বাড়ার নানা যুক্তি দেখান বিক্রেতারা। এমনকি দেশে চলমান বন্যার কারণে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্কবানী তাদের।
তবে বিক্রেতারা চান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ।