মাগুরা সদরের আলোকদিয়া বাজারে আমেনা অটো রাইচ মিলের বয়লারের গ্যাস বিষ্ফোরণে পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা মহম্মদপুর সড়কের আলোকদিয়া এলাকায় অবস্থিত রাইচ মিলে এই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বয়লার মিস্ত্রি শিপন (৪০), অনুকূল চন্দ্র (২৮), শাইন (২৫), রেজোয়ান (৪৫) ও সবুজ (৩০)। আহতদের বাড়ি বগিয়া ইউনিয়নের আলোকদিয়া পুখুরিয়া। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো রাইচ মিলে বয়লার গ্যাস বিষ্ফোরণের কারণে আহত হয়েছে পাঁচ শ্রমিক। তবে এখানে মালিকপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
পড়ুন : ঠাকুরগাঁওয়ে সরকারি ভাবে সাঁতার প্রশিক্ষণের সময় শিশুর মৃত্যু


