ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে বেলা হেলথ এণ্ড এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতাল’র উদ্যোগে রোববার কাজির শিমলা দেওয়ানিয়া বাড়ীর বটতলায় ফ্রি মেডকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাত-ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস’র স্থায়ী ক্যাম্পাস কাজির শিমলা দেওয়ানিয়া বাড়ীর বটতলায় ‘ফ্রি হেলথ ক্যাম্পে’র’ আয়োজন করা হয়। ক্যাম্পে সহকারী অধ্যাপক ডা. রেজাউল করিম রাজিব, ডা. মোবাসসিরা রাইদা, মেডিকেল অফিসার, ডা. আশিক আহমেদ হৃদয়, ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত টিম শতাধিক রোগীদের – ফ্রি ক্যাম্পে জেনারেল হেলথ (মেডিকেল কেয়ার), ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এণ্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, শ্রবণ মাত্রা যাচাই, এবং ডেন্টাল কেয়ার চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
পড়ুন: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) আশরাফুল হকের ঘুষ বাণিজ্য
দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |
ইম/


