রাঙামাটিতে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) রিজার্ভ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন অধিনায়ক পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আফসার উদ্দিন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. এনায়েত করিম।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সেজন্য পুলিশ সদস্যদের জন্য সারাদেশে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রশিক্ষণে নির্বাচন আইন, আচরণবিধি, ভোটাধিকার, আইন অনুযায়ী পুলিশের দায়িত্ব ও কর্তব্য, মিডিয়া ব্যবস্থাপনা, গুজব প্রতিরাধে পুলিশের ভূমিকা, দুর্গম এলাকায় দায়িত্ব পালন এবং বডিওর্ন ক্যামেরার ব্যবহারনীতিসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এতে নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটাধিকার, আইন অনুযায়ী পুলিশের দায়িত্ব ও কর্তব্য, মিডিয়া ব্যবস্থাপনা, গুজব প্রতিরাধে পুলিশের ভূমিকা, দুর্গম এলাকায় দায়িত্ব পালন এবং বডিওর্ন ক্যামেরার ব্যবহারনীতি প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।
এর আগে, গত ৫-৭ অক্টোবর প্রথম ও ১১-১৩ অক্টোবর দ্বিতীয় দফায় ৫০ জন করে আরও ১০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
পড়ুন : সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন


