১৫/০১/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটিতে বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ফেসবুক পোস্টে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রম ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে, যা অচিরেই সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, পার্বত্য জেলাগুলোতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ভাষাভাষী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা বাংলাদেশের সমতল অঞ্চলের মানুষের সঙ্গে সমন্বিতভাবে দেশের সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অঞ্চলের ক্রীড়া ঐতিহ্য, খেলাধুলার জনপ্রিয়তা এবং অধিবাসীদের শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে বিকেএসপি রাঙামাটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ফুটবল, জিমন্যাস্টিক্স, আর্চারি, বক্সিং, জুডো, কারাতে ও তায়কোয়ান্ডো খেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।

প্রস্তাবিত এ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ প্রদান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্য আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এদিকে, গত কয়েকমাস ধরেই পার্বত্য জেলা রাঙামাটিতে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি নিয়ে মানববন্ধন, স্মারকলিপি পেশসহ নানান কর্মসূচি পালিত হয়েছে। বিশেষত রাঙামাটি পৌরসভা এলাকার ঝগড়াবিল মৌজায় প্রশিক্ষণ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ভূমি মালিক ও জেলা বিএনপি নেতারা। তবে জেলার কাউখালী উপজেলায়ও ভূমি অধিগ্রহণের দাবির মধ্যেই শোনা যাচ্ছে বিকেএসপি হতে যাচ্ছে জেলার কাপ্তাই উপজেলাতেই।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে পানিতে ডুবে নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন