৩০/০১/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
৩০/০১/২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে বহিস্কারাদেশ


অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন এবং দলী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিকে ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ রবিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিস্কারাদেশ প্রদান করা হয়েছে।

বহিস্কৃত ছাত্রদল নেতা শেখ মোহাম্মদ রবিন নেত্রকোনা কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

মঙ্গলবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর ফেসবুক পোষ্ট থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যদা) আশরাফুল ইসলাশ খান পাঠান (প্রান্ত) এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বহিস্কারাদেশের সিদ্ধান্ত অনুমোন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবিন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার এমন কর্মকাণ্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপি’র নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। এতে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হওয়ায় জেলা কমিটি কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতারা বলেন, “সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার প্রশ্নে কেউই দলের ঊর্ধ্বে নয়।”

অপরদিকে বহিস্কারের সিদ্ধান্ত জানার পর শেখ মোহাম্মদ রবিন তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসে লিখেছেন, “মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা। এই দলের জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করেছিলাম, আজকে প্রতিদান পেয়েছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।”

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দুয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন নেত্রকোনা জেলা প্রশাসকের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন