এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজবাড়ী জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর একজন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুরে স্ব স্ব কলেজের অধ্যক্ষরা এই তথ্য নিশ্চিত করেছেন।
একজনও পাস না করা শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল এন্ড কলেজ(ইআইআইএনঃ ১১৩৪২৬), কালুখালী উপজেলার নূর নেছা স্কুল এন্ড কলেজ (ইআইআইএনঃ ১৩৮৫৭৬), গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ (ইআইআইএনঃ ১৩৬৫৪০) ও আব্দুল হালিম মিয়া কলেজ(ইআইআইএনঃ ১৩৭৬৩২)।
রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, আমার কলেজের ৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিলো, যারা সবাই অনিয়মিত।৮ জনই এবার ফেল করেছে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর নেছা কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুর রশিদ ইমন বলেন, আমার কলেজ থেকে এবার ১৫ জন এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। যার মধ্যে ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিলো। সকলের এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, আমার কলেজ থেকে এবছর নিয়মিত ও অনিয়মিত দিয়ে ৫ জন পরীক্ষা দিয়েছিলো। সকলেই অকৃতকার্য হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দের মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ রেজা বলেন, আমাদের কলেজ থেকে ৭ জন পরীক্ষা দিয়েছিলো। ৭ জনই ফেল করেছে।
পড়ুন : http://সারাদেশ রাজবাড়ীতে মা ইলিশ রক্ষার অভিযানে ১১ জেলে আটক, বিপুল পরিমাণ জাল ধ্বংস


