বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, ‘ বিএনপি ক্ষমতায় এলে ই-কমার্স জোরদার করা হবে। কৃষকের আলু পঁচে যাবে না, ৬ মাস আগেই জানতে পারবেন কৃষক তার পণ্য কোথায় বিক্রি করবেন।বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের সমস্যার সমাধান হবে। বিক্রয়, বিপণন ও উৎপাদনে সমস্যা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়গুলো নিয়ে কাজ করবেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক,নারী ও যুবকদের নিয়ে বিস্তর আলোচনা রয়েছে’।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরার পিরিজ কান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফ উদ্দিন বলেন, ‘নারী ও যুবকদের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায় ৩১ দফায় রয়েছে। গত সরকার ১৭ বছরে যা দেখেনি, কৃষক পণ্যের ন্যায্য মূল্য পেতো না। তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন হলে কৃষক তার পণ্য নিয়ে ভাবতে হবে না ঘরে বসে অনলাইনে পণ্য বিপণন করতে পারবেন। বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেকে যেন তার স্ব,স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারেন সে পরিবেশ নিশ্চিত করা হবে’।
তিনি আরও বলেন, ‘বিএনপি যেন আগামী দিনে ক্ষমতায় আসে, সবাইকে একযোগে কাজ করার আহবান করছি। কে, কি বললো চিন্তা করবেন না, আমাদের সকলের মার্কা ধানের শীষ’।
এসময় রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা উপজেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন ভূঁইয়া, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব মানিক চৌধুরী ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : নরসিংদীর চরাঞ্চলে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা


