29 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
spot_imgspot_img

খাদ্যাভাবে সীমান্তে বাঁশ কোড়ল খেয়ে জীবন পার

বান্দরবানের থানচি দুর্গম রেমাক্রী ইউনিয়নের মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে খাদ্যভাব। বন্যার কারণে জুমের ফলন ক্ষতি হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি এলাকার বাসিন্দারা। ফলে এলাকার অর্ধশতাধিক পরিবারের খাবার অভাবে বাঁশ কোড়ল খেয়ে দিন পার করছেন।

বান্দরবানে থানচি সদর থেকে ৯০ কিলোমিটার দূরে রেমাক্রি ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী মেনহাক পাড়া ও বুলু পাড়াসহ ৬৪টি পরিবারের বসবাস এখানে। জুম চাষ করে চলে সেসব পরিবারের জীবন জীবিকা নির্বাহ। কিন্ত বন্যার কারণে জুমের ফলন ক্ষতি হওয়ায়, দুর্গম এলাকাগুলোতে দেখা দেখা দিয়েছে খাবার সংকট।

খাদ্য যোগান দিতে জঙ্গল থেকে বাঁশ কোড়ল খুজে সিদ্ধ করে দিনের পর দিন পার করছেন সীমান্তবর্তী এলাকার এই পরিবারগুলো।

থানচি উপজেলা নির্বাহী অফিসার মো: মামুন জানান, মিয়ানমার সীমান্তবর্তী এই আলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে বঞ্চিত রয়েছে চিকিৎসা সেবাসহ সরকারে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও। তবে সেসব এলাকাতে খাবার পাঠানো হচ্ছে।  

এমন দুর্ভোগের দিনে সীমান্তবর্তী পরিবারের মাঝে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি পাশে দাঁড়ানো আহ্বান সংশ্লিষ্টদের।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন