16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বন্যার্তদের সহায়তায় উন্মুক্ত মঞ্চে ১৫ সিনেমা প্রদর্শনী

এবারের বন্যায় নজিরবিহীনভাবে বিপর্যস্ত বাংলাদেশ। তাই দেশের সর্বস্তরের মানুষ এক হয়ে চলমান বন্যা পরিস্থিতির মোকাবিলা করছেন। সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরাও বন্যার্তদের সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছেন। এবার বন্যার্তদের সহায়তায় সিনেমা প্রদর্শনী আয়োজন করছেন তারা।

ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটির উদ্যোগে, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ৩০ আগস্ট ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শন করা হবে। চার ঘণ্টাব্যাপী প্রদর্শনী হবে সিনেমাগুলোর। 

প্রথম সেশনে দেখানো হবে ৬ টি সিনেমা। সেগুলো হলো- ইভান মনোয়ারের পরিচালনায় ‘দ্য সাউন্ড ইজ লাউড’, এ কে এম জাকারিয়ার ‘ইতি ছালমা’, ফুয়াদ নাসেরের ‘হাওয়ার টানে’, গোলাম রাব্বানীর ‘আনটাং’,  মাশরুর পারভেজের ‘ইউর আইস’, ও কামরুল আহসানের পরিচালনায় ‘ঘরে ফেরা’।

দ্বিতীয় সেশনের সিনেমাগুলো হলো- আরিফুর রহমানের পরিচালনায় ‘লাইক অ্যা মুভি’, চৈতালি সমাদ্দারের ‘রোকাইয়া’, অপরাজিতা সংগীতার ‘ছাড়পত্র’ ও জাহিদুর রহমান ও ওমর ফারুকের পরিচালনায় ‘মা’। 

তৃতীয় সেশনে তিনটি সিনেমা দেখানো হবে যা হলো- লিটন করের পরিচালনায় ‘আই সি ইউ’, রাকায়েত রাব্বীর ‘হাওয়াই মিঠাই’, ও এন রাশেদ চৌধুরীর ‘বিস্মরণের নদী’।

চতুর্থ ও শেষ পর্বে দেখানো দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো হলো- আমিনুর রহমানের ‘কমলাপুরাণ’ ও মোল্লা সাগর পরিচালিত ‘সাইরেন’।

টানা চার ঘণ্টা চলবে এই চলচ্চিত্র প্রদর্শনী। এ সকল চলচ্চিত্র দেখে যে কেউ বন্যার্তদের পাশে থাকার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন। সেখান থেকে পাওয়া অর্থ চলে যাবে বন্যার্তদের কাছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন