১৪/০১/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালন করা হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা ও পৌর শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাইন ওকে মার্কেটের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার সভাপতি শাওন খন্দকার শাহিনের সঞ্চালনায় অংশ নেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মো: মফিজুল ইসলাম, মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার, মাধবদী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রায়হান, মাধবদীতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সালাউদ্দিন আহমেদ, মাধবদী থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) ওমর কাইয়ুম, বিএনপি নেতা কাজী ওয়াসিম, নিসচার উপদেষ্টা হাজী আহসান হাবীব রোমান, সহসভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন, পৌরসভা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক ডা. লুৎফুর রহমানসহ নিসচার অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন ও মনিং সান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত নেতৃবৃন্দ প্রথমে জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তির জন্য দোয়া করেন।

বক্তারা বলেন, “নিরাপদ সড়ক চাই” এখন সবার দাবি। এ দাবির প্রেক্ষিতে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালন করছে, যা নবমবারের মতো উদযাপিত হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সড়কে দুর্ঘটনা শুধু চালকদের কারণে ঘটে না, বিভিন্ন সড়ক ও মহাসড়কের খানাখন্দ সংস্কার না করার কারণেও অনেক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এসময় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৃথক ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নিসচার নেতৃবৃন্দ।

পড়ুন : খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন