১৪/০১/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রায় ৩ মাস পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রায় ৩ মাস পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল ‘সিম্বল অব রাঙামাটি’খ্যাত রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটির পাটাতনের ওপর থেকে পানি সম্পূর্ণ নেমে গেছে। যদিও সেতুর পানি নামলেও এখনো পাটাতনের তলায় ছুঁই ছুঁই করছে কাপ্তাই হ্রদের পানি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গিয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে সংস্কার কাজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে রঙ করা হবে সেতুর বিভিন্ন স্থানে। তবে এবার সেতুতে প্রবেশের টিকেটের মূল্য বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকায় টিকেট বিক্রির পরিকল্পনা করছে সংস্থাটির।

এসময় বেশকিছু পর্যটককেও দেখা গেছে ঝুলন্ত সেতুতে ভ্রমণ করতে। এসময় কয়েকজন পর্যটক জানান, তারা অনেকেই জানতেন না ঝুলন্ত সেতুটি এতদিন কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত ছিল। এখানে এসে জানলেন আজ সকালেই সেতুর ওপর থেকে পানি নেমে গিয়েছে।

পর্যটন ঝুলন্ত সেতুর টিকেট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. সোহেল জানান, প্রায় ৩ মাস পর সেতুর ওপর থেকে পানি নেমেছে। আজ সকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামীকাল শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের পরিদর্শক মো. ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন পর রাঙামাটির সিম্বল হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু থেকে পানি নেমে এসেছে। ইতোমধ্যেই পর্যটকরা ঝুলন্ত সেতুতে আগমন শুরু করেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানির কারণে তিন মাসের কাছাকাছি সময় ঝুলন্ত সেতুটি ডুবে ছিল। গতকাল পানি কমায় সেতুটি আজ ভেসে উঠেছে। ইতোমধ্যে পর্যটকরা সেতুতে ঘোরাফেরা শুরু করেছেন। আমরা আশা রাখি, ছোটখাটো মেরামত ও রঙ করা শেষে আগামীকাল (শুক্রবার) সর্বসাধারণের খুলে দেয়া হবে।

এর আগে, গত ৩০ জুলাই কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন ঝুলন্ত সেতুটি। দীর্ঘ ২ মাস ২৫ দিন (৮৬ দিন) পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঝুলন্ত সেতুটি ভেসে উঠল। অন্যান্য বছরে দুই-একবার সেতুটি পানিতে নিমজ্জিত থাকলেও এবারই টানা প্রায় ৩ মাসের মতো হ্রদের পানিতে নিমজ্জিত ছিল ‘সিম্বল অব রাঙামাটি’।

পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন