১৫/০১/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।

শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি। টাকা ফেরত চেয়ে ওই ৫/৬ জনের আত্মীয়-স্বজন ফিরোজের বাড়িতে যায়। সেখানে কথা হয় ফিরোজের স্ত্রী ও কন্যা সন্তানের সঙ্গে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা হয়। কিন্তু এরই মধ্যে স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপের কিছু সদস্য হঠাৎই হামলা চালায় ফিরোজের স্ত্রী ও সন্তানের উপর। এতে আহত হয় অন্তত ২ জন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে বদলগাছি থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন