22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিনোদন অঙ্গনের অনেক তারকাই নানাভাবে সমর্থন জানিয়েছিলেন। অনেকেই সমর্থন জানালেও সেসময় নীরব ছিলেন অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।

ছাত্র-জনতার দেশ-কাঁপানো আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়া ও আওয়ামীলীগ সরকারের পতন হয়। তারপর অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। জানাচ্ছেন অজানা অনেক কথাই।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি এক ভিডিওবার্তায় ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকা এবং কোনো সক্রিয় ভূমিকা না রাখায় জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় জয় বলেন, ‘ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাই জাতির কাছে। ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নেই। আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা।’

তিনি বলেন, ‘এক সমন্বয়ককে নিজেদের (শিল্পীদের) সম্পর্কে জানতে চাওয়া হয়, তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন।  আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এ আন্দোলনকে সরকারের হয়ে (আওয়ামী লীগ সরকার) অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এ আন্দোলনকে সরকারের হয়ে (আওয়ামীলীগ সরকার) অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক রকম পোস্ট করেছেন এ আন্দোলনকে থামানোর, দমানোর। চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার, সুবিধাভোগী হওয়ার।’

ওই সমন্বয়কের বরাত দিয়ে তিনি আরও বলেন,’আপনারা বাংলাদেশ টেলিভিশনে যেয়ে কেঁদেছেন অনেকেই। অথচ হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তা বোঝেনি সরকারের চামচামি করেছে। সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবেন। আপনারা শিল্পী, যাদেরকে মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পী সমাজ হোক, সকলে একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই।’

মূলত ওই সমন্বয়কের এমন মন্তব্যের কারণেই নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা চুপ ছিলেন সেই সব শিল্পীদেরও নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত বলে মনে করছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন