খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়ায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মোঃ সোহেল (২৬) কে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ৫ আসামীকে আটক করেছে।
রবিবার (২৬ অক্টোবর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক এজাহার নামীয় ০৪ নং আসামী মোঃ সোহেল (২৬) কে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য যে, ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ০৬ (ছয়) জনকে আসামি করে ১৭ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু হয়। মামলা রুজুর সাথে সাথেই সেনাবাহিনী ০৪ ধর্ষককে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। আজ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
পড়ুন : ত্রিশালে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, দোকান ঘর ভাঙচুরের অভিযোগ


