খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে ইউপিডিএফ কর্তৃক বাঁধা দেওয়া ও সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার(২৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন নাগরিক পরিষদের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির।
এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে ইউপিডিএফ সন্ত্রাসীরা এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার পাঁয়তারা চালাচ্ছে।
তারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানান নৈরাজ্য চলছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। একই সঙ্গে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা একযোগে পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সহযোগিতার আহ্বান জানান।
পড়ুন : মাদারীপুরে চোর সন্দেহে দুই নারী ও শিশুকে আটকে রাখার অভিযোগ স্বর্ণকারের বিরুদ্ধে


