ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত জুলাই মাসে দেশজুড়ে বিরাজ করছিল স্থবিরতা। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে গত ৫ আগস্ট পাল্টে যায় বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরতেই শুরু হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। ফলে আবার বিলীন হয়ে যায় আনন্দ।
এ সকল পরিস্থিতিতে জুলাই-আগস্ট মাসজুড়ে যেন বিনোদন জগতের বাইরেই ছিল সাধারণ মানুষ। দেশের এমন স্থবিরতায় যেন রীতিমতো থমকে যায় দেশের সিনেমা হল থেকে শুরু করে ওটিটি প্লাটফর্মগুলো। রাজনীতির পালা বদল আর প্রাকৃতিক দুর্যোগের পর যখন স্থবির বিনোদন জগৎ, তখন শিল্পের গতি ফেরাতেই নতুন কনটেন্ট মুক্তির সাহসটা দেখাল চরকি। প্রায় দুই মাস পর প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’।
এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। মেহজাবীন-ইয়াশ ছাড়াও এতে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ আরও অনেক শিল্পী। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর। নতুন এই ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ বানিয়েছেন রবিউল আলম রবি।
এর আগে, গত ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বাজি’। এরপর আর কোনো দেশি কনটেন্ট মুক্তি পায়নি ওটিটি প্ল্যাটফর্মে। কারণ, দেশের সরকার পতন ও বন্যা পরিস্থিতির মাঝে নতুন কনটেন্ট মুক্তি দেওয়ার সুযোগ পাচ্ছিল না প্লাটফর্মগুলো। এবার প্রায় দুই মাসেরও বেশি সময় পর নতুন সিনেমা দিয়ে গতি ফিরছে এই ওটিটির।