চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ বিশ্বাস। মতাদর্শে জাতীয়তাবাদী দলের হলেও ক্ষমতার লোভে যোগ দেন আওয়ামী লীগে। দুর্নীতি আর অনিয়মে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার।
প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ও পরে ২০০৮ সালে নৌকার মনোয়ন বাগিয়ে হয়ে ওঠেন এলাকার প্রভাবশালী নেতা। অর্থলিপ্সু এই সাবেক সংসদ সদস্যের নির্যাতনের হাত থেকে বাদ যায়নি তার নিজ দলের নেতাকর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ জনগণ। এ ব্যাপারে স্থানীয়রা কয়েক দফা লিখিত অভিযোগ দিলেও ভ্রুক্ষেপ ছিল না প্রশাসনের।
দুর্নীতির টাকায় ঢাকা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে নামে বেনামে কিনেছেন কয়েক কোটি টাকা মূল্যের ৫-৭টি বাড়ি। স্থানীয় বাজারে রয়েছে বহুতল ভবন বিশিষ্ট কয়েকটি মার্কেট ও ৭০ বিঘা জমির ওপর একটি খামারবাড়ি্।
আওয়ামী লীগের সংসদ সদস্য থাকার সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চালিয়েছেন নির্মম অত্যাচার; লুটপাটসহ মদদ দিয়েছেন অসংখ্য হত্যাকান্ডের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রকাশ্যে হুমকিরও প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে।
সরকার এই সাবেক সংসদ সদস্যের দুর্নীতির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।