শহিদ আলিফ হত্যার দ্রুত বিচার ও দেশব্যাপী মুসলমানদের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা।
বুধবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে হেফাজতের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যার চেষ্টা ও শহিদ আলিফ হত্যার দ্রুত বিচার কার্যকর করতে হবে। একই সঙ্গে দেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘটিত ধর্মবিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ করে “ইস্কন”-এর মতো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : খাগড়াছড়ি ভাইবোনছড়ায় কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরো এক ধর্ষক আটক


