24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ব্যাংকের শেয়ারে দরপতন: আলোর মুখ দেখলো বিতর্কিত শেয়ার

দেশের শেয়ারবাজারে আজ ব্যাংকগুলোর শেয়ারের দর পরিবর্তন হয়েছে। বেশ কিছুদিন দর বৃদ্ধির পর আজ এ খাতের বিনিয়োগকারীদের মুনাফা তুলতে দেখা গেছে। অতিরিক্ত সেল প্রেসারে ব্যাংকের শেয়ারে ব্যাপক দরপতন হয়েছে। এদিকে টানা দরপতনে যেসব শেয়ারের বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠে যাচ্ছিল সেগুলো ঘুরে দাঁড়িয়েছে।

এর মধ্যে আবুল খায়ের হিরু ও তাদের সিন্ডিকেট চক্র ক্রিষ্টাল ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইষ্পাত, সালভো কেমিকেল, টেকনো ড্রাগস, হামি ইন্ডাস্ট্রিজসহ যেসব শেয়ারের দর বাড়িয়েছিল সেগুলোও টানা পতনের পর আজ আলোর মুখ দেখেছে।

জানা যায়, আজ ১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৩ শতাংশ বা ২৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৮.৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৫.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৪২ হাজার ২১টি শেয়ার ২ লাখ ১৬ হাজার ৮০৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৩ কোটি ৬৩ লাখ ১৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৩ শতাংশ বা ১০৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৬২৩.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৩লাখ ৬৭ হাজার ৮৪৪ টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮২ শতাংশ বা ৪৭.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৮০৪.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪১.২৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১২৪.৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৯৮ টির, কমেছিল ৬৭ টির এবং অপরিবর্তিত ছিল ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৫.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৬৪৫ টি শেয়ার ২ লাখ ৭ হাজার ৪০৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৬৩ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৬ কোটি ৬৩ লাখ ৯ হাজার টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন