দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নে বলরামপুর দাখিল মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের সংগঠনের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ আশরাফুদ্দৌল্লা খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বীরগঞ্জ উপজেলার শাখার সদস্য সচিব মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো মোজাহিদুল ইসলাম মাজু,৬ নং নিজপারা ইউনিয়ন বিএনপি সভাপতি মো ফারুক হোসেন সরকার, ৬ নং নিজপারা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো আনিসুর রহমান আনিস ও জাতীয়তাবাদী কৃষক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো আলীমদ্দীন পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিজপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম (শফিক) এবং সঞ্চালনা করেন মোঃ মতিউর রহমান। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে প্রস্তুত থাকতে হবে।
কর্মী সমাবেশে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বীরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন : দিনাজপুরে বীরগঞ্জের প্রাণ দাসকে পরিকল্পিত হত্যা! পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যা রহস্য


