24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

ব্যাংকিং খাত সংস্কারে গঠন হচ্ছে স্বাধীন কাঠামো

ব্যাংকিং খাত পুনর্গঠনে কাঠামোগত সংস্কারের পথে অন্তর্ববর্তীকালীন সরকার। শিগগিরই গঠন হচ্ছে আলাদা একটি স্বাধীন কাঠামো। কমিশন কিংবা টাস্কফোর্স-দুটি কাঠামো বিবেচনায় রয়েছে সরকারের। দুর্বল ব্যাংক মার্জার, মূলধন জোগানসহ-পুনর্গঠনে, বিস্তারিত সুপারিশ চাওয়া হবে সংশ্লিষ্টদের কাছে। অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকার, সাবেক আমলারা থাকছে-এ উদ্যোগে।

আলোচিত-সমালোচিত ব্যবসায়ি-চট্টগ্রামের সাইফুল আলম মাসুদ, তার কব্জায় ব্যাংকের দেশের ৭ তফশিলি ব্যাংক। রাজনৈতিক পটপরিবর্তনের পর, একে একে তার নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

সবশেষ রোববার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এস আলম নিজেই। তার নিয়ন্ত্রণের বাইরে আরও দুটি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।  

কেন্দ্রীয় ব্যাংক, এই সংস্কার হাতে নিয়ে, আমানতকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েছে। যদিও, অনেক আমানতকারী, এসব ব্যাংকে তার রাখা সঞ্চয় তুলতে হিমশিম খাচ্ছে। এমন যখন, বাস্তবতা, সরকার পুরো খাত পুনর্গঠনে, একটি টাস্কফোর্স কিংবা কমিশন গঠনের পথে।

জানা গেছে, কমিশন কিংবা টাস্কফোর্স যে নামেই গঠন হোক না কেন, এতে স্থান পাবেন, অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা, বাণিজ্যিক ব্যাংকের সাবেক নির্বাহী ও আমলারা।

নতুন এই কাঠামোর কাছে, ব্যাংকিং খাতে ঠেলে সাজাতে স্বল্প মেয়াদি প্রস্তাবসহ, কয়েক ধাপে বাস্তবায়নযোগ্য সুপারিশ চাইবে সরকার।

সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে গিয়ে তৃতীয়পক্ষ হিসাবে কাজ করবেন তারা। যদিও, কারা থাকছে না চূড়ান্ত হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন