১৪/০১/২০২৬, ২২:২৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

রাঙামাটিতে বৌদ্ধধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী ৪৯তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়। শুক্রবার দুপুরে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দানের মধ্য দিয়ে শেষ হলো এ অনুষ্ঠান।

এর আগে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল থেকে শুরু হওয়া এ দানোৎসবে ২৪ ঘন্টার মধ্যে চরকায় সুতা কেটে তুলা থেকে সুতা তৈরি করে কোমড় তাঁতের মাধ্যমে তৈরি কঠিন চীবরটি শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে রাঙামাটি রাজবন বিহার আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির হাতে তুলে দেয়া হয়েছে।

শুক্রবার সকাল থেকে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানা দানের আয়োজন করা হয়। বিকালে করা হয় কল্পতুরু দান ও কঠিন চীবর দান। এসময় লাখো বৌদ্ধ পুণ্যার্থীর সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে রাজবন বিহার প্রাঙ্গণ। এ উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বৌদ্ধ পূণ্যার্থীদের সমাগম ঘটে রাজবন বিহারে।

এসময় অনুষ্ঠানে পূণ্যার্থীদের ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানসহ অন্যরা।

প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষদিনে প্রবারণা পূর্ণিমা পালনের পর দিন থেকে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী ধারাবাহিকভাবে চলে কঠিন চীবর দান উৎসব। তবে গত বছর (২০২৪ সালে) পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা ও নিরাপত্তাহীনতার শঙ্কায় তিন পার্বত্য জেলায় কঠিন চীবর দানোৎসব উদযাপন না করা হলেও এবার ব্যাপক জাঁকজমক আয়োজনে পালিত হচ্ছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময় বিশাখা নামে এক উপাসিকা ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে এই কাপড় বুদ্ধকে দান করেন। তারই অনুকরণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই কঠিন চীবর দানোৎসব পালন করে আসছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই শতাধিক বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন