১৪/০১/২০২৬, ২৩:৩৬ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় ভুয়া পুলিশ কর্মকর্তা আটক, তবু মামলা নিল না থানার ওসি

বগুড়া জেলার সদর থানায় এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটকের পরও মামলা না নেওয়ায় স্থানীয় সাংবাদিক সমাজে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় দৈনিকের বগুড়া প্রতিনিধি ফয়সাল হোসাইন সনির মোবাইল ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। কলকারী নিজেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি বগুড়ার অপরাধচক্র ও সংবেদনশীল তথ্য জানতে চান, যা সাংবাদিকের কাছে সন্দেহজনক মনে হয়।

ঘটনার পর সাংবাদিক সনি বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসিরকে জানান এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় লিখিত অভিযোগ করেন।

পরদিন শুক্রবার ভোরে ডিবি পুলিশ শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারক ফয়সাল আহম্মেদ (২৯)-কে আটক করে। সে বগুড়া সদরের ভাইপাগলা মাজার এলাকার ইউসুফ আলীর ছেলে।

সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বলেন, “আমার অভিযোগের ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযানে যায় এবং প্রতারককে আটক করে। কিন্তু সদর থানায় মামলা করতে গেলে ওসি সাহেব মামলা নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, সিনিয়রদের সঙ্গে কথা বলে পরে দেখবেন।”

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রাজু কামাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল আহম্মেদ স্বীকার করেছে যে, সে এর আগেও ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা করেছে। তিনি বলেন, “সদর থানায় নতুন মামলা না নেওয়ায় আগের তদন্তাধীন মামলায় (মামলা নং-৩০, তারিখ ০৬.০৭.২০২৫) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

তবে কেন নতুন মামলা রেকর্ড করা হয়নি—এ প্রশ্নে সদর থানার ওসি হাসান বাসির বলেন, “মামলা নেয়া হবে না, এমন কিছু বলিনি। ডিবি পুলিশ যেহেতু আগের মামলায় কোর্টে পাঠিয়েছে, তাই আপাতত নতুন মামলা হয়নি। মাসের শেষ বলে দুই একদিন পর দেখা যাবে।”

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর বলেন, “মাসের শেষ বলে মামলা রেকর্ড না করার কোনো নিয়ম নেই। বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা বলছেন, একজন ভুয়া পুলিশ কর্মকর্তার এমন প্রতারণার ঘটনায় মামলা না নেওয়া আইনের শাসনের প্রতি প্রশ্ন তোলে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির ভূমিকা পর্যালোচনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বগুড়া সদর থানায় বিচারের দরজায় ব্যবসা, ওসির নীরব ভূমিকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন