22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আইসিবি নির্ভর শেয়ারবাজারে নিষ্ক্রিয় বড় অ্যাকাউন্ট

সরকার পরিবর্তনের পর থেকে পুরো শেয়ারবাজারের নিয়ন্ত্রণ রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। যখন যেভাবে চাইছে মার্কেটে ক্রয় বা বিক্রয় প্রেসার সৃষ্টি করে নিজেদের মুনাফা তুলে নিচ্ছে। অন্যদিকে কারসাজির অভিযুক্ত আবুল খায়ের হিরু থেকে শুরু করে বড় বড় বিও (বেনেফিশিয়ারি ওনার্স) একাউন্ট নিষ্ক্রিয় থাকায় গড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা লেনদেন কম হচ্ছে।

বাজারের নিয়ন্ত্রণ শুধুমাত্র আইসিবি কেন্দ্রিক হওয়ায় বাজার তার নিজস্ব গতি হারাচ্ছে। সকালে মার্কেট উঠিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি করে আবার শেষ বেলায় শেয়ার বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে লোকসান কাটানোর চেয়ে আরও বিপদে পড়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা।

জানা যায়, আজ ৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৬.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৭.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.১০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৫.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৭২৭টি শেয়ার ১নলাখ ৯৭ হাজার ৩৮০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৬৬ পয়েন্ট কমে করছিল ৫ হাজার ৮০৩.৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৩৬.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩৪.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছিল ৮০টির, কমে ২৯২টির এবং অপরিবর্তিত রয় ২৬টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.১৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৫৮ লাখ ৪১ হাজার ৫৬৬টি শেয়ার ২ লাখ ৩৩ হাজার ৪৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৩৯ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৫ শতাংশ বা ৯১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৫০১.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার ৮৭৩ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন