১৫/০১/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রতারণা মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের সাবেক দুই কর্মকর্তা জেলে

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই শীর্ষ কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান এই আদেশ দেন।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম চাকরি চলাকালীন সময়ে তার শিক্ষা সনদ ও এনআইডি থেকে ১৯৬১ সালের স্থলে পরিবর্তন করে ১৯৬২ সালে তার জন্মবলে নিজের বয়স বলে চালিয়ে দেন। বয়স প্রতারণা অনুযায়ী তিনি ২০২১ সালের ২৭ ডিসেম্বর অবসরে (পিআরএর) যান তিনি। এ সময় তিনি চাকুরির অবসরকালীন সময়ে প্রতারনা করে অতিরিক্ত আরো এক বছর দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড থেকে অনৈতিক ভাবে ৭৪ লাখ ৪ হাজারের বেশি টাকা বেতন ভাতা হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করেন।

প্রতারণা বিষয়টি সামনে আসলে, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি সনদ জালিয়াতির বিষয়ে প্রমাণ পেয়ে  বাংলাদেশ গ্যাস লিমিটেড এর কাছে প্রতিবেদন প্রতিবেদন জমাদেন। পরে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ৭১৭তম বোর্ড সভায় এটিএম শাহ আলমের জালিয়াতি বিষয়টি প্রমাণ হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

একই সাথে তার প্রতারণা সহযোগিতা করায় তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার ও তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেডের তৎকালীন উপ-মহাব্যস্থাপক মো: আবুল বাসার মিজি বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই প্রধান আসামী এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন।

মামলার অপর দুই আসামী তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার ও তৎকালীন জিএম (প্রশাসন) মো: নাসিবুজ্জামান তালুকদার উচ্চ আদালত থেকে জামিন আনেন। পরে আজ নিন্ম আদালতে হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান জানান, আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের ধারা থাকায় দুজনকে জেলহাজতে প্রেরণ করেছেন।

পড়ুন: মৌলভীবাজারে এক যুগ পর চেম্বার নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতায় ২ প্যানেল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন